নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দে’খবেন না

বর্তমান ডিজিটাল যুগে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। হিন্দি ও আঞ্চলিক ভাষায় একের পর এক নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে, যা দর্শকদের দারুণভাবে আকর্ষণ করছে।

সম্প্রতি প্রাইমশট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “মালকিন ভাবি”, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

আরেক মালায়লম অভিনেত্রীর আ’পত্তিকর ভিডিও ফাঁ’স

“মালকিন ভাবি” ওয়েব সিরিজের গল্প
দুটি এপিসোডের এই ওয়েব সিরিজটি হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। কাহিনির মূল কেন্দ্র একজন গৃহবধূ, যার জীবনে কিছু নতুন ঘটনার মোড় নেয়। তার জীবনে আসা পরিবর্তন নিয়ে গল্পটি এগিয়ে চলে।

প্রধান চরিত্র ও অভিনয়
এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরাল রাধাদিয়া। তার অভিনয় দক্ষতা ও এক্সপ্রেশন ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে।

কোথায় দেখবেন?
এই ওয়েব সিরিজটি দেখতে হলে আপনাকে প্রাইমশট অ্যাপে সাবস্ক্রিপশন নিতে হবে। মাসিক সাবস্ক্রিপশন মাত্র ২৯৫ টাকা, আর বার্ষিক সাবস্ক্রিপশন ৯৯৯ টাকা।