এবার টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস

শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ব্যবহারকারী একাংশদের নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই মূলত সমালোচনার মুখে পড়েন প্লাটফর্মটির একাংশ ব্যবহারকারী। এরমধ্যে প্লাটফর্মের বহুল পরিচিত ব্যক্তিরা কখনো কখনো ব্যক্তিগত আক্রমণের শিকারও হয়ে থাকেন।

অনৈতিক কাজে হোটেল থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী

বিভিন্ন সময় পাকিস্তানের টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ওঠে এসেছে সংবাদমাধ্যমে। টিকটক তারকাদের আপত্তিকর মুহূর্ত কিংবা মানহানিকর ঘটনা যেন অহরহ হয়ে গেছে দেশটিতে।

এর আগে টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবসহ আরও কয়েকজনের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে।

এ নিয়ে অনেক সমালোচনা ও চর্চাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এরপরও থেমে নেই এ ধরনের ঘটনার। সম্প্রতি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা সুম্বল মালিক। তার আপত্তিকর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর সমালোচনার মুখে পড়েছেন সুম্বল মালিক। টিকটক লাইভ ও অন্যান্য মাধ্যমে বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আগে থেকে বিতর্কিত এই টিকটকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। ছড়িয়ে পড়া ভিডিওটি এরইমধ্যে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-সহ অন্যান্য প্লাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

তবে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটকার সুম্বল মালিককে। সূত্র: ডেইলি পাকিস্তান।