৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪’-এ বিশ্বের ৭৪ দেশের হাফেজদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপ (৮-১২ বছর বয়স)-এ প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা।

টাকার জন্য হোটেলকর্মীর সঙ্গেও করেন অঞ্জলি অরোরা

জানা গেছে, রাজধানী ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় (পিএইচপি কোরআনের আলোয়) তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এর আগেও এ মাদরাসার ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালেহ আহমদ তাকরিম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী বাংলাদেশের কেরাত চর্চায় নতুন অধ্যায় তৈরি করেছেন। তার পারফরম্যান্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে।

এ বিষয়ে মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার দোয়া কামনা করছি। বাংলাদেশের এ অর্জন কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসার প্রতিফলন। আল্লাহ তাদের আরও এগিয়ে নিয়ে যান আমিন।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়।