আমরা অনেকসময় কিছু শব্দ ইংরেজিতে বলেই অভ্যস্ত। এমনকি তার বাংলা অর্থ কি তা ওয়েনকের অজানা। এমনই কিছু শব্দের বাংলা অর্থ জানা আছে কিনা তা সরকারি চাকরির ইন্টারভিউতে প্রায়ই প্রশ্ন করা হয়। এই ধরনের প্রশ্ন প্রার্থীদের বিভ্রান্ত করে। এই প্রশ্নগুলি কখনও কখনও সাধারণ জ্ঞান সম্পর্কিত হয়, তাই অনেক সময় প্রার্থীদের মনের উপস্থিত বুদ্ধির পরীক্ষা সংক্রান্ত করা হয়। জেনে নেওয়া যাক এমনই সব প্রশ্নের উত্তর।
নিজের গো-প-ন ভিডিও শেয়ার করে ভাইরাল এই দেশি যুবতী, অবশ্যই একা দেখুন
প্রশ্ন- কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তর- নরওয়ে।
প্রশ্ন- সিগারেটকে বাংলায় কী বলে?
উত্তর- সিগারেটকে বাংলায় বলা হয় “ধূমপান দণ্ড”।
প্রশ্ন- একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?
উত্তর- কারণ, সে দিনে নয় রাতে ঘুমায়।
প্রশ্ন- আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তর- কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।
প্রশ্ন- বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?
উত্তর- সুইজারল্যান্ড।
প্রশ্ন- মানুষের চোখের ওজন কত গ্রাম?
উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম