দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাঁদপুরে সাড়া ফেলেছে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রির উদ্যোগ। যেখানে একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৩ কেজি আলু কিনতে পারেন। ২৫ নভেম্বর থেকে এভাবে আলু বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আলু বিক্রি হচ্ছে।
বুধবারও সেখানে আলু বিক্রি হয়। এ তথ্য জানিয়েছেন জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল।
খোঁজ নিয়ে জানা গেছে, কোল্ডস্টোরেজ থেকে পুরাতন আলুর সরবরাহ যখন শেষপর্যায়ে তখন এ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে আলুর দাম ঊর্ধ্বগতিতে রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু ৬৫-৭০ টাকা, আবার কোথাও প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
একা থাকলেই খেলনা দিয়ে ইচ্ছা পূরণ করেন যুবতী, একা দেখুন এই ওয়েব সিরিজ
গরিব অসহায় মানুষের জন্য কোল্ডস্টোরেজ মালিকদের অনুরোধ করে কৃষক বা এজেন্টদের থেকে ২৫ বস্তায় ১২৫০ কেজি আলু কেনা হয়। কেজিপ্রতি ৪৫ টাকা হারে কিনে ৫ টাকা লাভ রেখে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দৃঢ়তা ফাউন্ডেশন’-এর সদস্যদের মোটিভেটেড করে জেলা প্রশাসন চাঁদপুর এর কার্যালয়ের সামনে আলু বিক্রির ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান বলেন, মহৎ এই উদ্যোগটি বাস্তবায়নে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর একযোগে কাজ করছে। কম দামে আলু কিনতে পেরে সাধারণ মানুষের মাঝে যে তৃপ্তির হাসিটুকু দেখেছি, তা অবর্ণনীয়। সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা দারুণ প্রশংসা করেছে। জেলা প্রশাসন চাঁদপুর ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এমন কার্যক্রম চালু রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে একইভাবে গত মাসে ২টি ন্যায্য মূল্যের দোকান বিপনিবাগ বাজার ও পাল বাজারে স্থাপন করা হয়েছে। ন্যায্য মূল্যের দোকান বসিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের এমন ভূমিকা প্রশংসার দাবিদার। ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন চাঁদপুরসহ যৌথ অভিযান পরিচালনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমও অব্যাহত রেখেছে।