আপনার শরীরের এখানে তিল থাকলে বি’বাহিত জীবন কেমন হবে জেনে নিন

তিল। একটা ছোট্ট কালো বা লাল রঙের স্পট। এক-একজনের শরীরে এক-এক জায়গায় থাকে। সেই তিলের সঙ্গেই নাকি যোগ রয়েছে বিবাহিত জীবনের? কীরকম? চলুন দেখে নেওয়া যাক,

১) নাকের পাশে- বিয়ের পর বিলাসবহুল জীবন। সব স্বপ্ন সফল হবে।

২) নাকের ডগায়- যৌনজীবনে সমস্যা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

৩) ডান গালে- বিয়ের পর ভাগ্য পরিবর্তন একপ্রকার নিশ্চিত।

৪) জোড়া ভুরুর মাঝে- বিয়ের পর এরা জীবনে অনেক বেশি সফল হয়।

মেয়েদের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়

৫) হাতের ম্যারেজ লাইনে- ম্যারেজ লাইনে কালো বা লাল, দুরকম তিলই থাকতে পারে। লাল তিল বোঝায় গভীর দাম্পত্য সম্পর্ক। আর কালো তিল ঠিক উল্টোটা।

৬) পায়ের তলায়- বিয়ের পর দেশে-বিদেশে প্রচুর ঘুরবেন।

৭) বুকে- বুকের ডানদিকে থাকলে বিয়ের আগে অনেক লড়াই করতে হবে। কিন্তু বিয়ের পর জীবনে স্থিতাবস্থা আসবে। আরও পড়ুন, কোন মানুষ কেমন? চিনে নিন তিল-এ

৮) ভুরুর নীচে- সম্পর্ক মসৃণ হবে না। পরিবারে ঝগড়াঝাঁটি-অশান্তি লেগেই থাকবে।

৯) ঠোঁটের নীচে- আপনি রোম্যান্স ভালোবাসেন। আপনার জীবনে বহু সঙ্গী হবে। অনেকের সঙ্গে যৌন সম্পর্ক হবে আপনার। এই কারণে জীবনে অনেক সমস্যাও তৈরি হবে।

১০) কলারবোন- স্বামী বা স্ত্রী-এর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন সবকিছুতে।

১১) কোমরে- আপনার স্ত্রী বা স্বামীভাগ্য খুবই রূপবতী বা রূপবান।

১২) চোখের কোণায়- এই পুরুষ কথায় কথায় ছোটখাট ইস্যুতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে ওস্তাদ। আর কোনও মহিলার চোখের কোণায় তিল থাকলে? চোখের ইশারায় ফ্লার্টিং তাঁর বায়ে হাত কা খেল।

১৩) কানের পিছনে- ভীষণ পারিবারিক একজন মানুষ।