রবিবার থেকে টিকটক বন্ধ হচ্ছে

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। জাতীয় নিরাপত্তা শঙ্কার জেরে রবিবার থেকে দেশটিতে বন্ধ হচ্ছে টিকটক। দেশটির আদালত টিকটকের আপিল খারিজ করে দিয়েছেন। চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে না বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

অনলাইনে রেজার অর্ডার দিয়ে পেলেন শসা ছিলার মেশিন : তরুণীর ক্ষোভ

রায়ে বিচারক বলেন, এতে কোনো সন্দেহ নাই, ১৭ কোটি মার্কিনি টিকটক ব্যবহার করেন। অ্যাপটি মানুষের স্বতন্ত্র অভিব্যক্তি প্রকাশ করে। কিন্তু, অ্যাপটির তথ্য সংরক্ষণ নিয়ে চিন্তায় কংগ্রেস এটি বন্ধ করছে।

টিকটক নিয়ে বাইডেনের অবস্থানের কথা ফের পরিষ্কার করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেরিন জেন-পিয়েরে। শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি বলেন, টিকটক মার্কিনিদের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু সেজন্য অ্যাপটির মালিকানা থেকে চীনা কোম্পানিকে সরে যেতে হবে।

বাইডেন সরকার থেকে পাস করা আইনটি যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকার প্রয়োগ করবে বলেও জানান পিয়েরে। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমকে প্রশ্ন করা হলেও তারা উত্তর দেননি। এমনকি, আদালতের রায়ের টিকটক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স