ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে অভিনেত্রী, নেটপাড়ায় তুমুল আলোচনা

তামিল ও মালায়ালাম সিনেমার অভিনেত্রী ওভিয়া হেলেন। হঠাৎ তুমুল আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। অভিনেত্রীর একটি ব্যক্তিগত ভিডিও নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যা বিশালভাবে আলোড়ন ফেলেছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, ‘ভিডিওটি বিকৃত এবং পুলিশে অভিযোগ করেছেন।’

ভাইরাল ভিডিওতে অভিনেত্রীকে আপোষহীন অবস্থায় দেখতে পাওয়া যায়। এমনকি নেটিজেনরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, ওভিয়ার মতো কাঁধে ট্যাটুসহ নারী। যদিও কিছু নেটিজেনের দাবি, অভিনেত্রীর এটি ডিপফেক ভিডিও।

এদিকে, ওভিয়ার ম্যানেজার ভারতীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট করতেই এই ভুয়া ভিডিও অনলাইনে ছড়ানো হয়েছে। তিনি বিষয়টি পুলিশ কমিশনারের কাছে নিয়ে গেছেন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ওভিয়া ২০০৭ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং বেশ কয়েকটি মালয়ালাম এবং তেলুগু চলচ্চিত্রেও অংশ নিয়েছিলেন। ‘কালাকালাপ্পু’, ‘কলাভানি’, ‘মনুশ্যামৃগম’, ‘মুদর কুডাম’, ‘ক্যাঙ্গারু’র মতো ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।